ঢাকা দোহার উপজেলার বাংলাদেশ মানবাধিকার কমিশন -BHRC ঢাকা জেলা দক্ষিণ শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে এগারোটায় জয়পাড়া বেগম আয়েশা শপিং মলের তৃতীয় তালায় বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা জেলা দক্ষিণ শাখার অফিসে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। অত্রশাখার সাধারণ সম্পাদক হাজী নাছির উদ্দিন পল্লবের সঞ্চালনায় ও আব্দুল ওহাব দোহারী সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকী জাগরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নায়লা প্রোপার্টিজের মালিক লাকী আহাম্মেদ।
প্রধান অতিথি বক্তব্য লাকী আহম্মেদ বলেন, আমাদের শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে সমাজের সকল পেশার মানুষকে সচেতন হতে হবে। সে সময় অসহায় নির্যাতিতদের বিনামূল্যে আইনি সহায়তা দেবার আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল বাসেদ, আব্দুল জব্বার, মুঃ রাছেল,ডাঃ মাসুদ,কাউছার আহমেদ ও প্যানপেসিফিক কোম্পানির এমডি রাফসানজানী আলভী।
সভায় আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি মহি উদ্দিন মাদবর,মাহবুবুল আলম ফারুক,যুগ্ন সম্পাদক হায়দার বেপারী, সেখ সোহেল রানা,সাইদুল ইসলাম, মহিলা সম্পাদক রুবিনা,নাজমা সহ আরও অনেক মানবাধিকার নেত্রীবৃন্দ।
সভায় বাৎসরিক কাজের বিবরণ তুলে ধরা সহ আগামী বছরের কর্ম পরিকল্পনা নিয়ে বিশেষ বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার ঢাকা জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। এছাড়াও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সমাজের বিভিন্ন পেশার বেশ কয়েকজনের হাতে সম্মাননা স্বারক তুলে দেন তারা হল রাফসানজানী আলভী, মহিউদ্দীন মাদবর,রফিকুল ইসলাম ও রাসেদ খন্দকার প্রমুখ।