নবাবগঞ্জে পূর্বশত্রুতার জেরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

555

নবাবগঞ্জ উপজেলার চরপাড়া গ্রামে পূর্বশত্রুতার জেরে এক দম্পতিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আহত নাসির উদ্দিন ও তার স্ত্রী রেবা আক্তারকে নবাবগঞ্জ উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার চরপাড়া গ্রামের চর আটিপাড়ার বাসিন্দা মো. জাহের আলীর নেতৃত্বে মোকসেদ, খোকা, রহিম, সোহেলসহ ১০-১২ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাসির উদ্দিনের শ্বশুরবাড়িতে হামলা চালায়। তারা নাসিরকে খুঁজতে থাকে। নাসির ও তার স্ত্রীর ঘর থেকে বের না হলে সন্ত্রাসীরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে।
হামলাকারীরা স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করে। রেবা অভিযোগ করে বলেন, সন্ত্রাসীরা ঘরের মূল্যবান আসবাব ভাংচুর করে এবং ঘরে থাকা ২ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
নবাবগঞ্জ থানার এসআই সোহেল রানা জানান, লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত দিন