ফরাসী টেলিকমিউনিকেশনস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যালকাটেল-লুসেন্ট এর সিংহভাগ শেয়ার কিনে নিয়েছে নোকিয়া। ১৬৫০ কোটি ইউরো-এর বিনিময়ে অ্যালকাটেল-লুসেন্ট এর ৭৯ শতাংশ শেয়ার কিনে নেওয়ায় প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ এখন থাকবে ফিনিশ মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানটির অধীনে। চলতি বছর ১৪ জানুয়ারি একীভূত হবে ওই দুই টেলিকম পণ্য নির্মাতা প্রতিষ্ঠান।
এক বিবৃতিতে নোকিয়া প্রধান রাজিব সুরি বলেন, “আমরা খুব শিগগিরই দুই প্রতিষ্ঠানকে একীভূত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব আর আমাদের সমন্বিত পরিকল্পনা কার্যকর করবো।” চলতি বছরের প্রথম প্রান্তিকে এ চুক্তি সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করে বিবৃতি দিয়েছে নোকিয়া।
অ্যালকাটেল-লুসেন্টের ৭৯ শতাংশ শেয়ার নোকিয়ার নিয়ন্ত্রণে থাকবে বলে নিশ্চিত করেছে ফরাসী শেয়ারবাজার কর্তৃপক্ষ।
সুইডিশ মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান এরিকসন আর চীনা মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে-এর বিপরীতে বাজারে প্রতিদ্বন্দ্বীতায় একটি শক্ত অবস্থান নিতে অ্যালকাটেল কেনার ওই পদক্ষেপ নোকিয়াকে সহায়তা করবে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
২০১৫ সালের জুলাইয়ে ওই দুই প্রতিষ্ঠানের মধ্যে মালিকানা হাতবদলে সম্মতি দেয় ইউরোপিয়ান কমিশন।
নতুন ওই পদক্ষেপ নোকিয়ার মোবাইল ব্যবসাকে পুনরায় চাঙ্গা করে তুলতে সহযোগিতা করবে বলে আশা করা হচ্ছে।