স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির প্রতি ক্ষোভ ঝাড়লেন আব্দুর রহিম মিয়া

780

দোহারের বটিয়ায় নব নির্মিত দোহার ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের উদ্ভোধন উপলক্ষে উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বি.এন.পি. সরকারের প্রতি ক্ষোভ ঝাড়লেন দোহার থানা বি.এন.পি.র বর্ষিয়ান নেতা ও দোহার পৌরসভার বর্তমান মেয়র আব্দুর রহিম মিয়া।

তিনি বলেন,”দোহারে অনেক আগেই ফায়ার সার্ভিস ষ্টেশন হতো। আমি তা নির্মানের জন্য অনেক চেষ্টা করেছিলাম কিন্তু তৎকালীন বি.এন.পি. সরকার আমার প্রস্তাব মেনে নেয় নি। তারা আমার এ প্রস্তাব প্রত্যাখ্যান করে। যাই হোক বর্তমান সরকার দোহারে ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মাণ করেছে তার জন্য আমি সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

পরে স্বরাস্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দোহার ফায়ার সার্ভিস এর উদ্ভোধন করেন।

আপনার মতামত দিন