দোহার-নবাবগঞ্জের সর্বত্র বিদ্যুৎ পৌঁছে দিতে হবে: সালমা ইসলাম

566
দোহার-নবাবগঞ্জের সর্বত্র বিদ্যুৎ পৌঁছে দিতে হবে: সালমা ইসলাম

দোহার-নবাবগঞ্জের সর্বত্রই বিদ্যুতের আলো পৌঁছে দিতে হবে। বিদ্যুৎ আধুনিক সমাজের উন্নয়নের কলকাঠি। আমরা এক মুহূর্তও বিদ্যুৎ ছাড়া চলতে পারি না। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় নবাবগঞ্জে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সদর দফতরে জাতীয় বিদ্যুৎ সপ্তাহের অনুষ্ঠানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সালমা ইসলাম বলেন, বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে বদ্ধপরিকর। তাই কোনো দালাল চক্রের হয়রানি যাতে না হয় সে দিকে নজর রাখতে হবে। এক সময় বিদ্যুৎ সংযোগের জন্য গ্রাহক বছরের পর বছর হয়রানির শিকার হলেও বর্তমান সরকারের আমলে তা অনেক সহজ হয়ে গেছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের আন্তরিকতার প্রশংসা করেন।

সালমা ইসলাম এমপি বলেন, আলোর পথে আরও এগিয়ে যেতে হবে। প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের ঘরে ঘরে বাতি জ্বেলে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে হবে। বিদ্যুতের সুযোগ বাড়লে দেশে শিল্প-কারখানার প্রসার ঘটবে। এতে জনজীবনে অর্থনৈতিক উন্নয়নেরও উম্মেষ ঘটবে। ফলে শিক্ষিত-অর্ধশিক্ষিত জনগোষ্ঠীর বেকারত্ব মোচন হবে।

সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সারা দেশে বিদ্যুতায়নের বিকল্প নেই। সাবেক এ প্রতিমন্ত্রী বলেন, এক বছরের মধ্যে যাতে দোহার-নবাবগঞ্জের প্রতিটি পরিবার বিদ্যুতায়নের আওতায় আসে সে ব্যবস্থা করতে হবে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার রবিউল হোসেন বলেন, ২০১৬ সালের মধ্যে তার সমিতির আওতায় প্রতিটি ঘরে বিদ্যুতের আলো জ্বলবে। স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলামের পরামর্শ নিয়ে গ্রাহকদের সহযোগিতায় আগামী দিনে দালাল ও দুর্নীতিমুক্ত সেবা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-কে গড়ে তুলতে চাই।

অন্য খবর  সাতভিটায় প্রাথমিক বিদ্যালয়ে চুরি

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা গ্রাহকের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি সালমা ইসলাম এমপি। এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা পল্লী বিদ্যুতের জিএম মো. রবিউল হোসেন, সমিতি বোর্ডের কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আমির হোসেন, নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান, দোহার জোনাল অফিসের ডিজিএম আবদুল লতিফ, ডিজিএম আবুল বাসার আজাদ, মো. সানোয়ার হোসেন, মিজানুর রহমান, এজিএম কামাল হোসেনসহ পল্লী বিদ্যুতের কর্মকর্তারা।

আপনার মতামত দিন