অবশেষে দোহার পৌর বিএনপি ’র কমিটি গঠন

679

রবিবার দোহার পৌরসভা বিএনপি ’র কমিটি গঠন করা হয়েছে। ১৮ জন কাউন্সিলরের গোপন ভোটে এই নির্বাচন সংঘটিত হয়। রবিবার সকাল ১০টায় পৌরসভা চেয়ারম্যান আব্দুর রহিমের বাসায় এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে ৮ ভোট পেয়ে মোহাম্মদ আলী কমিশনার সভাপতি, ১১ ভোট পেয়ে মোতালেব মোল্লা সাধারণ সম্পাদক এবং ১১ ভোট পেয়ে ইলিয়াস মোল্লা সাংগাঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন। ইলিয়াস মোল্লা বিএনপি’র বয়োজেষ্ঠ্য রাজনীতিবীদ রাশেদ মোল্লার সন্তান। আগামীদিনের বিএনপি’র কর্মসূচী বাস্তবায়নে এই কমিটি কতটুকু সফল হবে তা সময়ই বলে দেবে, বলে কর্মিদের অভিযোগ।
১৬ই ডিসেম্বরের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট কমিটির পূর্ণাংগ তালিকা প্রকাশ করা হবে বলে নিউজ৩৯ কে জানানো হয়েছে।

তবে এই কমিটি নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে, এছাড়া অভিযোগ রয়েছে তৃণমূল বিএনপি’র সভাপতি ব্যাঃ নাজমুল হুদা’র পন্থীদের প্রভাবে এই কমিটি গঠিত হয়েছে; যেখানে জেলা বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান পন্থীরা বিজয়ী হতে পারেননি। এছাড়া অভিযোগ রয়েছে একজন চেয়ারম্যান কয়েক লক্ষ টাকার বিনিময়ে গোপনে এই কারসাজিতে যুক্ত।

আপনার মতামত দিন