সুতারপাড়ায় সড়ক দূঘটনায় সাবেক যুবদল সেক্রেটারি আহত

751

দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ভুসের বাগ এলাকায় বিসমিল্লাহ ট্রেডাসের সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দোহার উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ ঘটু খালাসী (৪০)। এসময় তার সাথে থাকা স্ত্রী এবং ২ সন্তান ও আহত হয়।

গত ২৩ শে নভেম্বর দুপুরের দিকে ঘটু খালাসী তার পরিবারকে নিয়ে মোটর সাইকেল যোগে জয়পাড়া যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোবাইক নিয়ন্ত্রন হারিয়ে তার মোটর সাইকেলকে সজোরে আঘাত করলে ঘটনাস্থলে সে তার পরিবারসহ রাস্তায় পড়ে গেলে ঘটু খালাসীর ডান হাত ভেঙ্গে যায়।পরবর্তীতে গুরতর আহত অবস্থায় স্থানীয়দের সহযোগীতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় উত্তেজিত জনতা অটো চালক মকবুলকে গনপিটুনি দিয়ে ছেড়ে দেয়।

আপনার মতামত দিন