অসাম্প্রদায়িক চেতনায় শারদীয় উৎসব পালন করুনঃ সালমা ইসলাম

558
salma Islam

অসাম্প্রদায়িক চেতনায় সবাই মিলে শারদীয় দুর্গাপূজার উৎসব পালন করতে হবে। তাহলে দেশের মানুষের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় থাকবে। মঙ্গলবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা ওয়াছেক মিলনায়তনে পূজামণ্ডপগুলোতে সরকারি অনুদান প্রদান অনুষ্ঠানে ঢাকা-১ সংসদ আসনের জাতীয় পার্টির এমপি অ্যাডভোকেট সালমা ইসলাম  এ কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আহসানের সভাপতিত্বে সাবেক প্রতিমন্ত্রী সালমা ইসলাম এমপি বলেন, ‘আপনারা যাতে নির্বিঘ্নে শারদীয় উৎসব পালন করতে পারেন সে বিষয়ে প্রশাসন, রাজনৈতিক দল ও সুশীল সমাজ দায়িত্ব পালন করবে। পূজামণ্ডপের আশপাশে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃংখলা সৃষ্টির সুযোগ দেয়া হবে না। র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীকে সতর্ক হয়ে কাজ করতে হবে।’

এ সময় অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি নবাবগঞ্জের ১৫৬টি পূজামণ্ডপের প্রতিটিতে সরকারিভাবে ৭ হাজার ৫০০ টাকা করে অনুদান দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক, ভাইস চেয়ারম্যান মহসীন রহমান আকবর, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল শিমু, সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল কাদির মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাবিবুল্লাহ মিয়া, নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান, উপজেলা পূজা কমিটির সভাপতি নিতাই চাঁদ তালুকদার, সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন প্রমুখ।

আপনার মতামত দিন