দোহারের রাজনীতিতে আবারো চাচা – ভাতিজা লড়াই

377

সারা বাংলাদেশ আবার একটি চাচা – ভাতিজা অর্থাৎ সালমান এফ রহমান ও ব্যারিস্টার নাজমুল হুদা’র লড়াই দেখার অপেক্ষায়। আসন্ন দোহার উপজেলা নির্বাচনে লড়াইটা জমে উঠেছে বিএনপি – আওয়ামীলিগ ও স্বতন্ত্র প্রার্থীর মাঝে। খুব কমই এমন প্রতিদ্বন্দিতা পূর্ণ নির্বাচন দেখা যায়।

২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১৭৩ তথা ঢাকা -১ থেকে নির্বাচন করেছিলেন সে সময় বিএনপি প্রার্থী ব্যারিস্টার নাজমুল হুদা ও আওয়ামীলিগ প্রার্থী সালমান এফ রহমান। পুরো দেশের নজর ছিল এই আসনের দিকে।

দোহারের মুকসুদপুর ইউনিয়নের শাইনপুকুরের বেথুয়া গ্রামে পাশাপাশি দুই বাড়িতে বিরোধপূর্ণ এই দুই রাজনৈতিক দলের দুই হেভিয়েট প্রার্থী’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে নির্বাচনে চাচা সালমান এফ রহমানকে ২৭৭১ ভোটের সামান্য ব্যবধানে পরাজিত করেছিলেন ভাতিজা ব্যা. নাজমুল হুদা।

ধানের শীষ প্রতীক নিয়ে ব্যা. নাজমুল হুদা পেয়েছিলেন ৪৮৩৪৭ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে সালমান এফ রহমান পেয়েছিলেন ৪৫৫৭৬ ভোট । অপর প্রার্থী হারুন–অর–রশীদ লাঙ্গল প্রতীকে পেয়েছিলেন ১১০ ভোট। 

আপনার মতামত দিন