অর্থনৈতিক উন্নয়নে নারীদেরও এগিয়ে আসতে হবেঃ নবাবগঞ্জে সালমা ইসলাম

252

নিউজ৩৯♦ দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধ সমাজ গড়তে নারীদের এগিয়ে আসতে হবে। মঙ্গলবার ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউপি ভবন চত্বরে মহিলা পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় মহিলা পার্টির সভানেত্রী সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এসব কথা বলেন।

কেন্দ্রীয় মহিলা পার্টির নেত্রী শিল্পী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে সালমা ইসলাম বলেন, দেশ, সমাজ ও পরিবারের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারী সমাজকেও সর্বক্ষেত্রে পরিশ্রমী হতে হবে। এ সময় আগলা ইউনিয়নের সেলিনা আক্তারের নেতৃত্বে কয়েকশ’ নারী সালমা ইসলামের হাতে ফুল দিয়ে জাতীয় মহিলা পার্টিতে যোগদান করেন।

সালমা ইসলাম এমপি নারীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের এমপি আমি। কারণ প্রতিটি পরিবারেই মহিলা ভোটারের সংখ্যা বেশি। তাই আমার গর্ব হচ্ছে। আগামীতেও আপনারা আমার পাশে থাকবেন। তাহলেই আমি এলাকার উন্নয়নে কাজ করতে পারব।

অ্যাডভোকেট সালমা ইসলাম নিজের কথা শেষ না করেই উপস্থিত জনতা ও নারীদের অভিযোগ ও দাবি শুনতে তাদের হাতে মাইক তুলে দেন। এসময় কয়েকজন নারী-পুরুষ দাঁড়িয়ে গ্যাস সংযোগ, নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে শিল্প কারখানা স্থাপন, প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সংযোগ প্রদান ও রাস্তাঘাট সংস্কারের দাবি জানান।

অন্য খবর  নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে দোহার জামায়াতের শুভেচ্ছা জ্ঞাপন

এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য সালমা ইসলাম তাদের পর্যায়ক্রমে এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দেন। এ সময় তিনি দোহার-নবাবগঞ্জের গরিব অসহায় পরিবারের পাশে থেকে কাজ করার কথা বলেন।

আপনার মতামত দিন