নিউজ৩৯.নেট, শিক্ষা প্রতিবেদক :: দোহারের ধারাবাহিকতায় নবাবগঞ্জে এইচএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয় ঘটেছে। গত বছরের ৭৫ শতাংশ পাসের হার থেকে এই বছরে নবাবগঞ্জে পাসের হার নেমে এসেছে ৫৭ শতাংশে। পাসের হারের মাঝে ব্যবধান বেড়েছে নবাবগঞ্জ সদর ও পশ্চিমাঞ্চলের সাথে। নবাবগঞ্জ পূর্বাঞ্চলে যেখানে পাসের হার গড়ে প্রায় ৬২ শতাংশ। সেখানে পশ্চিমাঞ্চলে পাসের হার ৪৬ শতাংশ, যা নবাবগঞ্জের পূর্ব ও পশ্চিমাঞ্চলের শিক্ষার মানের ব্যবধানটাই নির্দেশ করে।
নবাবগঞ্জের প্রানকেন্দ্রে অবস্থিত দোহার নবাবগঞ্জ কলেজে এবারের পাসের হার তুলনামূলক ভাবে একটু কম। এবার দোহার-নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এবার ৯০২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৫৬১ জন পাস করেছে। এই কলেজে পাসের হার ৬২.২০ শতাংশ। এই কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে ৪ জন শিক্ষার্থী।
অপরদিকে উপজেলার গালিমপুরে অবস্থিত ইছামতি কলেজে এবারের পাসের হার ৬২.৩৬ শতাংশ। এই কলেজ থেকে ২৬৩ জন পরীক্ষায় অংশ নিয়ে ১২৩ জন পাস করেছে। এই কলেজ থেকে কেউ জিপিএ ৫ অর্জন করে নি।
অন্যদিকে নবাবগঞ্জের সর্বপশ্চিমে অবস্থিত শিকারীপাড়ার তোফাজ্জল হোসেন চৌধুরি কলেজে এইবার চুড়ান্ত রকমের ফলাফল বিপর্যয় দেখা দিয়েছে। এই কলেজে এই বার পাসের হার ৪৬.৪২ শতাংশ। এই কলেজ থেকে ২৬৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১২৩ জন পাস করেছে। এর মাঝে কেউ জিপিএ ৫ পায় নি।