নবাবগঞ্জে পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে ৮ পুলিশসহ আহত ৯

182

নিউজ৩৯♦ ঢাকার নবাবগঞ্জে পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে মো. আজিম (৩২) নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ ও ৮ পুলিশ আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন এসআই কায়সার আহমেদ, মোজাম্মেল হক, তাজউদ্দিন, এএসআই জয়নাল আবেদীন ও কনস্টেবল মো. রাজ্জাক, মাসুদ, মামুন, জয়নাল আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আজিম ও উজ্জল নামে ২ জনকে আটক করেছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভাঙ্গাভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

আটকৃত মো. আজিম মুন্সীগঞ্জ জেলার চিত্রকোট ইউনিয়নের মরিচা গ্রামের মৃত আইয়ূব আলীর ছেলে। সে চিত্রকোট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার এবং উজ্জল একই গ্রামের আনোয়ার দেওয়ানের ছেলে বলে জানা গেছে।

আহত এসআই কায়সার আহমেদ জানান, স্থানীয় বালু ব্যবসায়ীরা ইছামতি নদীর ভাঙ্গাভিটা এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু কাটছিল। এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালু ড্রেজার বন্ধ করে ড্রেজারের ব্যাটারি খুলে নিয়ে আসছিল। এ সময় বালু ব্যবসায়ীদের ভাড়াটিয়া সন্ত্রাসী মো. আজিমসহ ১৪-১৫ জন পুলিশকে ঘেরাও করে ব্যাটারি ছিনিয়ে নেয়। এ সময় পুলিশ বাধা দিলে সন্ত্রাসীরা পুলিশের বন্দুক ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং ৮ পুলিশকে মারধর করে। একপর্যায়ে পুলিশ জীবনরক্ষায় তাদের ওপর গুলি করলে আজিম গুলিবিদ্ধ হয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আজিম ও উজ্জল নামে একজনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। তিনি আরো জানান, আহত আজিম ও আহত পুলিশদের নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অন্য খবর  কনস্টেবলে নির্বাচিত নবাবগঞ্জের ১৩২ জনকে সংবর্ধনা

নবাবগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান জানান, অবৈধ বালু ব্যবসায়ীদের সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

আপনার মতামত দিন