নবাবগঞ্জে বুদ্ধিমত্তার জোরে বেঁচে গেলেন মোটরসাইকেল চালকঃ তিন ডাকাত আটক

225

নিউজ৩৯♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বুদ্ধিমত্তার জোরে প্রাণে বাঁচলেন এক যুবক। তিনি ঘটনাস্থলে জনতার সাহায্য নিয়ে একটি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ মো. তুহিন (২২) নামে এক ডাকাতকে আটক করে পুলিশে দেন। বুধবার রাতে উপজেলার বেনুখালী এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত মো. তুহিন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার কেওয়াটখালী গ্রামের অধিবাসী।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানান, বুধবার রাত ৯টার দিকে ইকবাল নামে এক যুবক মোটরসাইকেল যোগে ঢাকা-বান্দুরা আন্তঃসড়ক হয়ে ঢাকায় যাচ্ছিলেন। এ সময় উপজেলার বেনুখালী চক এলাকায় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা ৩ ব্যক্তি তার মোটরসাইকেলের গতিরোধ করেন। তারা তাদের গাড়ির তেল শেষ হয়ে গেছে তাদের একজনকে ঢাকায় পৌঁছে দেয়ার অনুরোধ করেন। তাদের অনুরোধে সাড়া দিয়ে তুহিন নামে একজনকে তার গাড়ির পেছনে তুলেন। কিছু দূর এগিয়ে যাওয়ার পর মোটরসাইকেল আরোহী ইকবাল বেনুখালীতে তেলহীন মোটরসাইকেলটি তার পিছু নিতে দেখে সন্দেহ করেন। এ সময় তিনি কৌশলে গাড়ি ঘুরিয়ে বেনুখালী চলে যান। পরে স্থানীয় লোকজনদের বিষয়টি জানালে জনতা তুহিনকে ধরে পুলিশে খবর দেয়। পুলিশ তার শরীর তল্লাশি করে একটি বিদেশী পিস্তলসহ লোড করা ৩ রাউন্ড গুলি উদ্ধার করে।

অন্য খবর  অর্ধ যুগেও সংস্কার হয় নি বান্দুরা বাজারের রাস্তা

 

আপনার মতামত দিন