নিউজ৩৯♦ সাবেক রাস্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী পালন করেছে নবাবগঞ্জ উপজেলা বিএনপি। দিবস উপলক্ষে নবাবগঞ্জের বিভিন্ন স্থানে দোয়া ও কাঙ্গালীভোজের আয়োজন করে নবাবগঞ্জ উপজেলা বিএনপি।
নবাবগঞ্জে জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা বিএনপি সকাল ১০টায় নবাবগঞ্জ উপজেলা কার্যালয় থেকে একটি শোক র্যালীর আয়োজন করে। এই র্যালীতে অংশ নেন নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু আসফাক ও ঢাকা জেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান। পরে তারা নবাবগঞ্জের বিভিন্ন স্থানে বিএনপির আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন।
এই সময় তারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাতের জন্য দোয়া করেন। এসময় উপজেলা বিএনপির পক্ষ থেকে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
আপনার মতামত দিন