স্টাফ রিপোর্টার ♦ আধুনিক ও স্যাটালাইট শহর নির্মানের লক্ষে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সম্প্রতি শুরু করতে যাচ্ছে দোহারে ফ্লাট নির্মান প্রকল্প। এ প্রকল্পর আওতায় দোহার উপজেলায় ১৫ তলা বিল্ডিংএ প্রায় ১৬৮ টি ফ্লাট নির্মান করা হবে।
বাংলাদেশের নাগরিক যে কেউ এই ফ্লাটের জন্য আবেদন করতে পারবে। ৪৫ লক্ষ টাকা মূল্যের এই ফ্লাট ক্রয়ের জন্য প্রথমে ৫০০ টাকা দিয়ে আবেদন পত্র ও প্রসপ্রক্টাস ক্রয় করতে হবে। সাথে জামানত হিসাবে ৫০,০০০ রাখতে হবে। জামানতের টাকা চেয়ারম্যান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অনূকুলে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত যে কোন তফসিলী ব্যাংক থেকে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আকারে সংযুক্ত করতে হবে। অন্যথায় তা বাতিল বলে গন্য হবে। এই ফ্লাটের জন্য আবেদনের সময় সীমা ২৯ সেপ্টেম্বর ২০১১ হতে ৩১ অক্টোবর ২০১১ পর্যন্ত করা যাবে। সর্বনিম্ন ২৫ বছর বয়সী যে কেউ এই ফ্লাট ক্রয়ের জন্য আবেদন করতে পারবে। আবেদন পত্র পাঠানোর ঠিকানা
১। ই/এম ডিভিশন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ প্রধান অফিস, সেগুনবাগিচা, ঢাকা।
২। মিরপুর গৃহায়ন বিভাগ-২, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সেকশন-২, মিরপুর, ঢাকা।
৩। ঢাকা ডিভিশন-১, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সেকশন-২, মিরপুর, ঢাকা।
৪। ঢাকা ডিভিশন-২, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, মোহাম্মদপুর, ঢাকা।