নবাবগঞ্জে অবৈধ যৌন উত্তেজক পানীয় কারখানার সন্ধান

705

নবাবগঞ্জ উপজেলায় অবৈধ যৌন উত্তেজনাকর পানীয় কারখানার সন্ধান পেয়েছে থানা পুলিশ। এ ঘটনায় মো. সোহেল রানা (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কুঠুরি এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত সোহেল দীর্ঘদিন ধরে অবৈধভাবে যৌন উত্তেজনাকর নেশা জাতীয় পানীয় তৈরি করে বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সোহেলের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩২০ বোতল ডাবল হর্স এবং খালি ৮০০ বোতলসহ তাকে আটক করা হয়।

এ সময় বাড়িতে থাকা ঝর্ণা, বর্ণা এবং সোনিয়া নামে তিন নারীকে আটক করে পুলিশ। পরে ৮০ হাজার টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

আপনার মতামত দিন