ঢাকা নবাবগঞ্জ উপজেলায় বাস পোড়ানোর মামলায় বান্দুরা ইউনিয়ন জামায়াতের সভাপতি মজর আলীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি রাতে ঢাকা-বান্দুরা সড়কের আগলা বাগবাড়ি এলাকায় এবং ১৫ জানুয়ারি রাতে উপজেলার বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের সামনে রাখা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাত ১২ জনকে আসামি করে পৃথক দু’টি মামলা হয়েছে এবং সে মামলায় বান্দুরা ইউনিয়ন জামায়াতের সভাপতি মজর আলী, বিএনপি নেতা আবুল হোসেন ও যুবদল নেতা মোহাম্মদ শামীমকে গ্রেফতার করেছে পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক সিনিয়র নেতা অভিযোগ করেন, পুলিশ মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করছে এবং প্রতি রাতেই বাড়িতে বাড়িতে তল্লাশি চালাচ্ছে। নেতাকর্মীদের ধরে এনে নির্যাতন করছে।
নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন আজাদ জানান, প্রায় প্রতি রাতেই পুলিশ তার বাড়িতে হানা দিচ্ছে। তাকে না পেয়ে পরিবারের লোকজনকে হুমকি দিচ্ছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বলেন, মামলার পরিপ্রেক্ষিতে আসামিদের ধরার প্রক্রিয়া চলছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।