তানজীম ইসলাম, নিউজ ৩৯.নেট :: ভেঙ্গে পড়ার পর দেড় বছর কেটে গেলেও এখনও সংস্কার হয় নি চর লটাখোলার ক্ষতিগ্রস্হ সেতুটি। বিকল্প কোন রাস্তা না থাকায় জীবনের ঝুকি নিয়ে পারাপার হচ্ছেন হাজারো মানুষ, কোন যানবাহনও চলাচল করতে পারছে না সেতুটির উপর দিয়ে।
অসুস্থ রোগীদদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ, এই সেতুর উপর দিয়ে আসতে না পারায় অনেকটা পথ ঘুরে আসতে হয়।
সেতুটির কবে সংস্কার হবে তা জানতে চাইলে পৌর সভার চেয়ারম্যান বলেন, “এ বিষয়ে আমরা কিছু জানি না। এটা আমাদের দায়িত্ব এর মধ্যে না।“
দোহারে উপজেলার প্রকৌশল বিভাগের প্রধান মোহাম্মদ ইউসুফ হোসাইন জানান “মাটি পরীক্ষা করা হয়েছে, পরীক্ষার রিপোর্ট জমা দেওয়া হয়েছে; আশা করা যায় অতি দ্রুত নতুন সেতুর কাজ শুরু হবে।“
আপনার মতামত দিন