তানজীম ইসলাম, নিউজ৩৯.নেট ♦ দিনের পর দিন আশ্বাসের পরও কাজ শুরু হয় নি জয়পাড়া বাজার পাঁকা সড়কের। ঈদের পরে কাজ শুরু হওয়ার কথা থাকলেও আদৌ কাজ শুরু হবে কিনা তারও নিশ্চয়তা দিতে পারেন নি দোহার পৌরসভার মেয়র আব্দুর রহিম মিয়া। দিনের পর দিন এই দুর্ভোগের আশু কোন সমাধান হবে কি না তা নিয়েও চিন্তিত খোদ জয়পাড়া বাজার ব্যবসায়ী সমিতি।
অনেক দিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে লটাখোলা জয়পাড়া সড়কটি। গত বিএনপি.সরকারের আমলে এই সড়কটি শেষবারের মত সংস্কার করা হয়, এরপর দীর্ঘ দিন পার হলেও একবারও সংস্কার করা হয়নি এই সড়কটির। ফলে প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল কারী প্রায় ৭/৮ হাজার মানুষকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।
এ বিষয়ে পৌরসভার চেয়ারম্যান আব্দুর রহিম মিয়ার সাথে কথা বলা হলে তিনি বরাবরের মত এবারও আশ্বাস দিয়ে বলেন, অতি তাড়াতাড়ি এই রাস্তাটির সংস্কারের কাজ শুরু হবে। যদিও তিনি এর আগে বলেছিলেন রমজানের ঈদের পরেই কাজ শুরু হবে। কিন্তু রমজানের ঈদ শেষে কুরবানির ঈদও চলে গেছে, এখন পর্যন্ত কোন সংস্কার কাজ শুরু হয় নি।
ছবি: ছবিটি গত বর্ষার, আগামী বর্ষার আগে সংস্কার করা না হলে আবার এমন চিত্র দেখতে হবে।