স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল ফিতরে বাস ও ভাড়া সংকটে পড়তে পারে দোহার- নবাবগঞ্জের যাত্রীরা। জানা গেছে আসন্ন ঈদ উপলক্ষে দোহারের অন্যতম যাত্রী পরিবহন নগর পরিবহন আসন্ন ঈদে দোহার রোডে কম বাস চালিয়ে ঢাকা টু মাওয়া রোডে যাত্রী পরিবহন করবে। তাছাড়া অল্প কিছু বাস তারা চালালেও তাতে তারা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার চিন্তাও তারা করছে বলে জানান নগর পরিবহনের এক অফিস কর্মকর্তা।
আরাম, জয়পাড়া পরিবহন এবং নবাবগঞ্জে এন মল্লিক, বাংলালিঙ্ক, যমুনা পরিবহনও একই চিন্তা করছে বলে জানা যায়। এক্ষেত্রে ভাড়া ১০০-১৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
ঢাকা থেকে দোহার মাত্র ২৫ মাইল দূরে অবস্থিত। এই উপজেলার সাধারন মানুষ নিত্য প্রয়োজনে প্রতিনিয়তই ঢাকা যায়। আর এই উপজেলার মানুষের একটা বিরাট অংশ ঢাকা থাকে বিধায় প্রতি ঈদে এই লাইনের বাস গুলোতে প্রচুর চাপ পড়ে থাকে। কিন্তু বাস মালিকদের অতিরিক্ত লোভের কারনে প্রতি ঈদেই প্রচন্ড দূর্ভোগ পোহাতে হয় এই এলাকার মানুষকে।
প্রতি ঈদেই দেখা যায় অতিরিক্ত লোভ, লাভের কারনে এই লাইনে বাস না চলে ঢাকা টু মাওয়া রোডে বাস চলে। যার ফলে অবর্ননীয় দূর্ভোগে পড়ে এই এলাকার মানুষ। প্রতি বছরই এমন হয়ে আসছে জানা গেছে। এই বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। ইতিমধ্যে সব চুড়ান্ত করে ফেলেছেন বাস মালিকরা।
অতিরিক্ত লাভের আশায় তারা ঈদে দোহার লাইনে বাস কম চালিয়ে, মাওয়া রোডে বাস চালাবেন তারা। ফলে প্রতিবারের মত এবারও ঈদে দূর্ভোগে পড়বে এই এলাকার সাধারন মানুষ যা কোন ক্রমেই কাম্য নয়।
প্রশাসনের এই ব্যাপারে অচিরেই নজর দেয়া উচিত বলে সাধারণ মানুষ মনে করেন।