দোহারে মাত্র ৬১টি জিপিএ ৫

315

নিউজ৩৯.নেট ♦ সারা দেশে জিপিএ ৫ এর বন্যা বয়ে গেলেও দোহারে জিপিএ ৫ পেয়েছে মাত্র ৬১ জন। ১ লাখ ৪২ হাজার ২৭৬ জন A+  এর স্রোতে সামিল হতে পারে নি দোহার উপজেলার শিক্ষার্থীরা।

দিনে দিনে পিছিয়ে পরছে এই উপজেলার শিক্ষার মান। এই পরিক্ষার রেজাল্টের মাধ্যমে তা আরেকবার সামনে আসলো।

প্রবাসী অধ্যুসিত দোহারে শিক্ষার বিষয়ে বরাবরই পিছনের সারিতে অবস্থান। তরুণ সমাজের বিদেশমুখিতার কারনে পিছিয়ে পরছে শিক্ষার হার। সেই দিক থেকে বিশেষ উন্নতি হয়েছে মেয়েদের। দোহারের সব্বোর্চ্চ ১৪টি জিপিএ ৫ জয়পাড়ার বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের, যা মেয়েদের শিক্ষার হার কিছুটা ভাল বলেই ইংগিত করছে।

শিক্ষার এই পতনের মুল কারন হিসাবে বিভিন্ন সমস্যা সামনে আসছে। স্কুলে রাজনীতির প্রবেশ এবং শিক্ষকদের প্রাইভেটমুখীতাকে শিক্ষার এই পতনের মুল কারন হিসাবে ধরা হচ্ছে।

আপনার মতামত দিন