২০২৫ সালের হজে শিশুদের নিষেধাজ্ঞা, অগ্রাধিকার পাবে নতুন হজযাত্রীরা

12

ডেস্ক রিপোর্টার মোঃ সোহেল: ২০২৫ সালের হজ মৌসুমে সৌদি আরব শিশুদের সঙ্গী হিসেবে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রতি বছর হজের সময় তীব্র ভিড়ের কারণে শিশুদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হজযাত্রীরা যাতে কোনও ধরনের ক্ষতির সম্মুখীন না হন, সে জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, ২০২৫ সালের হজে অংশগ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তাদের, যারা আগে কখনও হজে যাননি। মন্ত্রণালয় জানায়, হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। নুসুক অ্যাপ এবং সৌদি আরবের সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে হজ নিবন্ধন করা যাবে। হজযাত্রীদের তথ্য যাচাই-বাছাই, সঙ্গী পরিবর্তন এবং মাহরাম সংশোধনের আবেদনও অনলাইনে জমা দেওয়া যাবে।

আপনার মতামত দিন