নবাবগঞ্জে আংশিক মাথাযুক্ত শিশুর জন্ম

290

নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুুরা মডার্ন ক্লিনিক ও ডায়োগনিস্টিক সেন্টারে জন্ম গ্রহণ করেছে আংশিক মাথাযুক্ত মানব সন্তান। শিশুটির সব কিছু ঠিকঠাক থাকলেও চোখের উপরের অংশ কপাল ও মাথার খুলি নেই। সেই সাথে তার চোখ দুইটি অস্বাভাবিক বড়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার বারুয়াখালী ইউনিয়নের ছোট কাউনিয়াকান্দি গ্রামের বিরেন সরকারের ন্ত্রী গৃহবধূ মিনতি সরকারের গর্ভে জন্ম নেয় এ আংশিক মাথাযুক্ত শিশুটি। জন্ম নেওয়ার কিছুক্ষণ পর শিশুটি মারা যায়। পরে শিশুটির মৃত দেহ ঢাকা হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়।

গত শুক্রবার বিকাল ৫.৩০ টায় মডার্ণ ক্লিনিকে ডা. বিরেন্দ্রকুমার বিশ্বাস ও ডা. শ্যামলাল হালদার এর তত্বাবধানে সফল সিজারিয়ান মাধ্যমে শিশুটি ভূমিষ্ঠ হয়। কিন্তু ডাক্তার সহ সবাই জানত শিশুটি অস্বাভাবিক আকৃতির। আংশিক মাথাযুক্ত শিশু জন্ম গ্রহণ করেছে শুনে শত শত মানুষ ছুটে আসে মডার্ন ক্লিনিকে। তবে এই ব্যাপারে কোন কথা বলতে রাজি হয়নি শিশুটির আত্মীয়-স্বজনরা।

ডা. বিরেন্দ্রকুমার বলেন, আমার দীর্ঘ ডাক্তারি জীবনে এই ধরনের শিশু প্রথম পেলাম। শিশুটিকে ঢাকা নেওয়া হলেও এখনো অনেকে আসছে হাসপাতালটি দেখার জন্য।

আপনার মতামত দিন