স্টাফ রিপোটারঃ আল-আমিন,ঢাকা: ৬ ফেব্রুয়ারি ২০২৫: বন অধিদপ্তর, জেলা প্রশাসন ও ডিবি পুলিশের সম্মিলিত অভিযানে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল শামিমবাগ রোড থেকে বিপন্ন ১১টি মুখপোড়া হনুমান (Capped Langur) উদ্ধার করা হয়েছে। অভিযানে তিনজন আসামিকে আটক করা হয় এবং তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, জনাব শারমীন আক্তারের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রসিকিউশন দাখিল করেন। পরে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অনিক সাহার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্টে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৪(খ) এবং ৩৯ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে আসামিদের মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড এবং তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। বিভাগীয় বন কর্মকর্তারা জানান, আসামিরা মুখপোড়া হনুমানগুলোকে চট্টগ্রাম থেকে কুষ্টিয়ায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রাণীগুলো উদ্ধার করা হয় এবং পরে সেগুলোকে গাজীপুর সাফারি পার্কে হস্তান্তর করা হয়।
বন অধিদপ্তর জানিয়েছে, বন্যপ্রাণী পাচারের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
![](https://news39.net/wp-content/uploads/2023/08/protiva-coaching-ad-primary-teacher-2023-min.jpg)