ইতালি যাওয়ার সময় নৌকাডুবি: মাদারীপুরের ১০ জনের সলিলসমাধি

20
ইতালি যাওয়ার সময় নৌকাডুবি: মাদারীপুরের ১০ জনের সলিলসমাধি

ডেস্ক রিপোর্টঃ অবৈধভাবে ইতালি যাওয়ার পথে লিবিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ২৩ জনের মধ্যে মাদারীপুরের রাজৈর উপজেলার ১০ জন রয়েছেন। নিহতরা দালালদের প্রলোভনে পড়ে চড়া সুদে ঋণ নিয়ে, ভিটেমাটি বিক্রি করে এই বিপজ্জনক যাত্রায় অংশ নিয়েছিলেন।

গত ২৪ জানুয়ারি লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে প্রাণ হারান তারা। নিহতদের মধ্যে রয়েছেন টিটু হাওলাদার, আবুল বাশার আকন, সাগর বাড়ৈ, ইনসান শেখ ও অমল কীর্তনীয়াসহ অনেকে।

নিহতদের পরিবার দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ খান বলেন, লিখিত অভিযোগ পেলে দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে জেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

এই ঘটনায় এলাকাবাসী সচেতনতা বৃদ্ধি ও দালালদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত দিন