কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

7
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ও কুয়েতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি এবং তারুণ্যের উৎসব উপলক্ষে কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দূতাবাস ও ইউএন-হ্যাবিট্যাটের যৌথ উদ্যোগে গত শুক্রবার কুয়েতের জাবরিয়া ব্লাড ব্যাংকে এই কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এবং ইউএন-হ্যাবিট্যাট জিসিসি আঞ্চলিক অফিসের হেড অফ মিশন ডক্টর আমিরা আল হাসান। এ সময় বিভিন্ন দেশের কূটনীতিকরাও উপস্থিত ছিলেন।

দুপুর ১টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই রক্তদান কর্মসূচি। কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে তরুণরা এবং প্রবাসী পরিবারের সদস্যরা এতে অংশ নেন। রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বলেন, “রক্তদান একটি মহৎ ও মানবিক কাজ। প্রবাসীদের এগিয়ে আসা উচিত, কারণ এটি শুধু অসুস্থ ব্যক্তির জীবন বাঁচায় না, বিদেশে বাংলাদেশের সুনামও বৃদ্ধি করে।”

এই উদ্যোগটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের প্রকাশ হিসেবে প্রশংসিত হয়েছে। এটি বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সুদৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্কেরও প্রতিফলন।

আপনার মতামত দিন