দোহারে বালু উত্তোলনকারী ৩টি কাটার জব্দ

45

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলার নারিশা পদ্মা নদীর চর থেকে খনন যন্ত্র দিয়ে অবৈধভাবে বালু তোলার সময় তিনটি কাটার জব্দ করা হয়েছে। দোহার থানার নৌ পুলিশের এসআই মোঃ রাসেলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় খননযন্ত্রসহ অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়।

সোমবার ভোররাতে৪ টার দিকে নারিশা পদ্মা নদীতে অভিযান চালিয়ে এই তিনটি কাটার জব্দ করা হয়।

এই বিষয়ে দোহার থানার নৌ পুলিশ পরিদর্শক মো: রাসেল news39.net কে জানান, আজ সোমবার ভোর রাতে নারিশা পদ্মার চরে অভিযান চালিয়ে তিনটি কাটারের সাথে ছয়জন লেবারকে আটক করি। এই কাটারের কোন কাগজপত্র তারা দেখাতে পারিনি তাই আমরা তাদেরকে মেরিন কোর্ট  (BIWTA) নিয়ে এসেছি মামলা দেওয়ার জন্য। যে লেবারদের ধরা হয়েছে, তাদের নাম ঠিকানা যাচাই বাছাই করে পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নিব আমরা।

আপনার মতামত দিন