আলমের বাসায় আব্দুল মান্নান

233

গত ৪ নভেম্বর নবাবগঞ্জ উপজেলায় ১৮ দলীয় জোটের অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিলে পুলিশের ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় গুরুত্বর অসুস্থ হয়ে মৃত্যু বরন করা বক্সনগর ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক মোঃ আলমের বাসায় তার শোকসন্তপ্ত পরিবারের সাথে দেখা করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান।

এসময় আব্দুল মান্নান আলমের স্ত্রী উপজেলা বিএনপি মহিলা দলের যুগ্ন আহবায়ক স্ত্রী শাহীনুর আলম ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সাক্ষাত করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবেদ হোসেন ও সাধারন সম্পাদক হারুন-অর-রশীদ উসমানী সহ ১৮ দলীয় জোটের নেতৃবৃন্দ।

আব্দুল মান্নান ১৮ দলীয় জোটের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের এই নেক্কারজনক আচরনের তীব্র নিন্দা জানান। তিনি বলেন সরকারের অন্তিম মুহুতে পুলিশ বেপরোয়া আচরন করছে। তিনি সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে চূড়ান্ত আন্দলনে অংশ নেওয়ার আহবান জানান।    

আপনার মতামত দিন