আল আমিনে নগর ও সেবার বাস ভাংচুর

227

অবরোধের দ্বিতীয় দিনে শ্রীনগরের আল আমিনে নগর ও সেবা পরিবহন ভাংচুর করেছে অবরোধের সমর্থন কারীরা। এই সময় নগর পরিবহনে ২৫ জনের মত যাত্রী ছিল। এই সময় কেউ গুরুতর ভাবে আহত হয়নি। রবিবার সকালে এই ঘটনা ঘটে।

বিএনপির ঢাকা ৭২ ঘন্টার অবরোধের ২য় দিনে ঢাকা যাওয়ার পথে শ্রীনগরের আল আমিনে অবরোধ সমর্থন কারীরা বাহ্রাঘাট থেকে ছেড়ে যাওয়া নগর পরিবহন ভাংচুর করেছে। এই সময় গাড়িটিতে ২৫ জনের মত ঢাকা গামী যাত্রী ছিল। গাড়িটির মালিক শাহবুদ্দিন। তিনি শ্রীনগর উপজেলার বাসিন্দা। এসময় সেবা পরিবহনেরও একটি গাড়ি ভাংচুর করে অবরোধ কারীরা।

আপনার মতামত দিন