জয়পাড়ায় বিএনপির ঝটিকা মিছিল

340

অবরোধের সমর্থনে দোহার উপজেলা বিএনপির মান্নানপন্থিরা বৃহস্পতিবার দুপুরে জয়পাড়া বাজারে এক ঝটিকা মিছিল করে। জয়পাড়া ক্লিনিক থেকে শুরু হওয়া এই মিছিল জয়পাড়া বাজারের ব্রীজে এসে শেষ হয়। এইসময় পুলিশ রাকিব নামে এক বিএনপি কর্মীকে আটক করে।

বিএনপি ও ১৮ দলের ডাকা অবরোধের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে বৃহস্পতিবার দুপুরে এই মিছিলের জন্য জড়ো হতে তাকে বিএনপি নেতাকর্মীরা। বিকাল সাড়ে তিনটার দিকে প্রায় ৫০ জন নেতাকর্মীসহ এই ঝটিকা মিছিল জয়পাড়া ক্লিনিকের বিএনপি অফিসের সামনে থেকে শুরু হয়। জয়পাড়া ব্রীজের সামনে এসে পুলিশ মিছিলের গতি রোধ করে। এসময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ রাকিব নামে এক জনকে গ্রেফতার করে।

আপনার মতামত দিন