নবাবগঞ্জে চুরির গাড়ীসহ আটক ২

225

 আছিফ শেখ♦ নবাবগঞ্জ উপজেলার চুড়াইন বাজার সংলগ্ন বাংলালিংক টাউয়ারের চুরি করার সময়ে একটি পিকআপ ভ্যান, ২৪টি ব্যটারীসহ মাসুদ হোসেন (২৩) ও গাড়ীর ড্রাইভার রানা (২৪) কে আটক করেছে থানা পুলিশ।    

আটককৃত মাসুদ হোসেন রাজধানীর মধ্য বাড্ডা এলাকার মো. সেলিমের ছেলে ও রানা মাদারীপুর জেলার হোসনাবাদ গ্রামের মজিবর বেপারীর ছেলে।     

পুলিশ জানায়, ১৫ নভেম্বর শুক্রবার ভোরের দিকে পুলিশ ঐ এলাকায় টহল দেয়ার সময়ে চুড়াইন বাজার সংলগ্ন বাংলালিংক টাউয়ারের সামনে আসলে ৭/৮ জনের একটি দল দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় মাসুদ হোসেন ও পিকআপ গাড়ীর ড্রাইভার রানা তাদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যান গাড়ী এবং ২৪টি ভলবো রেগুলেটেড লিড এসিড ব্যটারীসহ তাদের আটক করা হয়।      

নবাবগঞ্জ সহকারী উপ-পরিদর্শক মো. শামীম জানান, বাংলালিংক অফিসে স্থানীয়দের মাধ্যমে খবর দেয়া হয়েছে। তারা আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত দিন