আসাদ সবুজ, নিউজ৩৯.নেট ♦ নির্দলীয় ও নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবীতে ৬০ ঘণ্টার হরতালে ঢাকা জেলা বিএনপি’র সভাপতি আ. মান্নানের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে বলে, নিউজ৩৯কে জানান তার রাজনৈতিক সচীব মো. রফিক। তিনি জানান, হরতাল সফল করতে শান্তিপূর্ণ কর্মসূচীর অংশ হিসাবে নবাবগঞ্জ, সাভার, আশুলিয়ায় এই বিক্ষোভ মিছিল করা হয়। হরতালে পুলিশি অভিযানে অনেক নেতা-কর্মি বাড়ীতে থাকতে পারছে না বলেও তিনি অভিযোগ করেন।আন্দোলনের কৌশল হিসাবে বিকাল ৪টায় নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে একযোগে এই কর্মসূচী পালন করা হয় বলে, তিনি নিউজ৩৯কে জানান।
এদিকে ১৮ দল ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, দোহার ও ইসলামী ছাত্রশিবির দোহার এর উদ্যোগে মালিকান্দা মেঘুলা কলেজের সামনে, করিমগঞ্জে বিক্ষোভ মিছিল ও বিভিন্ন স্থানে টায়ারের অগ্নিসংযোগ করা হয়।
এ ব্যাপারে ছাত্রশিবির নেতা আসাদুজ্জামান নিউজ৩৯কে বলেন, আমরা মাঠে আছি। আগামীতেও থাকবো। তবে বিএনপি সক্রিয় না হয়াতে জনশক্তি মজুদ রাখার স্বার্থে আমরা কৌশলগত আন্দোলন করছি।
তবে বিএনপি বা এর অঙ্গসংগঠনের কোন নেতা-কর্মিকে হরতালে দেখা যায়নি। এ ব্যাপারে ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বলেন, নিয়মিত মিথ্যা মামলা ও পুলিশি অভিযানের কারণে অনেক নেতা কর্মিই বাড়ী ছাড়া ও ঢাকায় অবস্থান করছে। খুব শীঘ্রয় আমরা দোহার নবাবগঞ্জে কেন্দ্র ঘোষিত সকল আন্দলন বাস্তবায়ন করবো।এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, সুবিধাভোগী নেতাদের দখলে আজ বিএনপি। তাই জার কাউকে পাওয়া যায় না । এছাড়া দোহার- নবাবগঞ্জ-কেরাণিগঞ্জে একাধিক কমিটি থাকায় আন্দলন হচ্ছে না।