ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় দুইটি এয়ারলাইন্সের উড়োজাহাজের সঙ্গে পাখির সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাতে দুইটি উড়োজাহাজই ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ শনিবার (১২ আগস্ট) ঘটনা দুইটি ঘটে।
এরমধ্যে, ঢাকা-ব্যাংকক রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৮৮ ফ্লাইটে প্রথম ঘটনাটি ঘটে। উড্ডয়নের সময় রানওয়েতে উচ্চ গতিতে থাকা উড়োজাহাজের সঙ্গে পাখির ধাক্কা লাগে। এতে উড়োজাহাজের একটি চাকা ফেটে যায়। উড্ডয়ন বাতিল হওয়ায় পরে যাত্রীদের ট্যাক্সিওয়েতে নামতে হয়।
ফ্লাইটটির যাত্রীদের পরে বিমানের অন্য একটি উড়োজাহাজে করে ব্যাংককে নিয়ে যাওয়া হয় বলে জানায় বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ।
এছাড়া, ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট উড্ডয়নের সময় পাখির ধাক্কা লেগে দ্বিতীয় ঘটনা ঘটে। এতে উড়োজাহাজের বাম পাশের ইঞ্জিনের তিনটি ব্লেড ক্ষতিগ্রস্ত হয় এবং দুইটি চাকা গলে যায়।
এ ঘটনায় ফ্লাইটটিরও যাত্রা বাতিল করা হয়। পরে অন্য উড়োজাহাজে করে তাদের পাঠানো হয়।
পাখির সঙ্গে ধাক্কা, শাহজালালে দুই উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত
আপনার মতামত দিন