থাইল্যান্ডে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯, আহত অন্তত ১৫

13
থাইল্যান্ডে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯, আহত অন্তত ১৫

থাইল্যান্ডে একটি আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে কমপক্ষে ৯ জনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। নিহতদের মধ্যে আছে ৩ জন শিশুও। খবর বিবিসির।

শনিবার (২৯ জুলাই) মালয়েশিয়ার সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় সুনগাই কোলোকের একটি মার্কেটে ঘটে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় দুপুর তিনটার দিকে হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকাটি। এতে বিধ্বস্ত হয় একাধিক ভবন। দরজা-জানালা ভেঙে পড়ার পাশাপাশি ছাদ ধসে পড়ে অনেক বাড়ির। প্রাথমিক তদন্ত বলছে, মার্কেটটির একটি ভবনে নির্মাণকাজ চলছিল। সেখানে ওয়েল্ডিংয়ের সময় বৈদ্যুতিক গোলযোগের কারণে বিস্ফোরণ ঘটে।

আতশবাজির কারখানা হওয়ায় মুহূর্তেই ভয়াবহ রূপ নেয় আগুন। দ্রুতই তা বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত অভিযানে নামে ফায়ার সার্ভিস। কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে সেই আগুন।

 

আপনার মতামত দিন