কলম্বিয়ায় অর্থপাচার মামলায় আটক প্রেসিডেন্টের ছেলে

18
কলম্বিয়ায় অর্থপাচার মামলায় আটক প্রেসিডেন্টের ছেলে

কলম্বিয়ায় অর্থপাচার ও অবৈধ সম্পত্তির মামলায় আটক হলেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ছেলে। শনিবার (২৯ জুলাই) আদালতে তোলা হয় নিকোলাস পেত্রোকে।

নিকোলাস পেত্রোর বিরুদ্ধে অভিযোগ, বাবার নির্বাচনী প্রচারণার সময় অর্থ নিয়েছিলেন মাদক চোরাকারবারীদের কাছ থেকে। তবে সব দায় অস্বীকার করেছেন নিকোলাস। অবশ্য তদন্ত প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন তিনি। একই মামলায় আটক করা হয়েছে প্রেসিডেন্টের সাবেক স্ত্রীকেও।

দেশটির প্রথম বামপন্থী প্রেসিডেন্ট হলেন পেত্রো। নির্বাচনী প্রচারণায় মাদক চোরাকারবারীদের কাছ থেকে নেয়া অর্থ ব্যবহারের কথা অস্বীকার করেন তিনি। অভিযোগ ওঠার পর গত মার্চে নিজেই ছেলের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একটি পোস্টে পেত্রো লেখেন, ছেলেকে জেলে পাঠানো কষ্টকর অভিজ্ঞতা। তবে তদন্তে হস্তক্ষেপ করবো না। ছেলের প্রতি শুভকামনা জানিয়ে তিনি বলেন, নিজের ভুলগুলো শুধরে নিয়ে নিকোলাসকে আরও খাঁটি মানুষ হয়ে উঠতে সাহায্য করতে পারে এই ঘটনা।

 

আপনার মতামত দিন