বুড়িগঙ্গায় ডুবে যাওয়া ওয়াটার বাস উদ্ধার

14
বুড়িগঙ্গায় ডুবে যাওয়া ওয়াটার বাস উদ্ধার

সদরঘাটে বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়া ওয়াটার বাসটি উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৮টা ১০ মিনিটে নদীর তলদেশ থেকে তুলে এটিকে তীরে আনা হয়।full lace wigs
adidas online
design jerseys
Human hair Wigs
best sex toys
personalized jerseys
sex toys online
design jerseys
sex toys for women
Adult Sex Toys
full lace wigs
nike air jordan store
male sex toys
custom baseball jerseys
custom jerseys

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘রুস্তম’ ওয়াটার বাসটি টেনে তুললো।
আজ সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ঘটনাস্থলে এসে কাজ শুরু করে উদ্ধারকারী জাহাজ ‘রুস্তম’।

গতকাল রাত সোয়া ৮টার দিকে সদরঘাট শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তৈলঘাটে যাওয়ার পথে বুড়িগঙ্গা নদীর অংশে বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় ৪০ থেকে ৫০ জন যাত্রী নিয়ে ডুবে যায় ওয়াটার বাসটি।

সে সময় ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফারুক রাসেল গণমাধ্যমে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএসহ বেশ কয়েকটি সংস্থা উদ্ধার কাজে যোগ দেয়। এ ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে এক শিশু ও দুজন পুরুষ রয়েছে। এছাড়া এ ঘটনায় আরও পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

অন্য খবর  ঢাকাসহ সারাদেশে দিনভর ঝড়-বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নং সতর্কতা

ডুবে যাওয়া ওয়াটার বাসটির জানালা অত্যন্ত ছোট ছিল। ফলে যারা ভেতরে আটকা পড়েন, তারা বের হওয়ার জন্য কোনো পথ পাননি। তবে এই ওয়াটার বাসটিতে দুটি গেট রয়েছে। যার একটি ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা ভাঙতে সক্ষম হন। সেই ভাঙা গেট দিয়েই জীবিতদের উদ্ধার করা হয়েছে।

আপনার মতামত দিন