নেত্রকোনায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

13
নেত্রকোনায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক: নেত্রকোনার পুর্বধলায় ২০ কেজি গাঁজাসহ কামরুল হাসান (৪২) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক কামরুল হাসানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মনকশাইর গ্রামে।

বুধবার (১২ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকাগামী একটি পরিবহন বাস থেকে তাকে আটক হয়। পুলিশ জানায়, গোপন খবরে পুর্বধলা উপজেলার শ্যামগঞ্জ ইসবপুর এলাকায় বাস তল্লাশি করে এই গাঁজা পাওয়া যায়। পরে তাকে আটক করে তার বিরুদ্ধে মামলা দিয়ে বৃহস্পতিবার (১৩ জুলাই) আদালতে প্রেরণ করা হয়।

পুর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইদুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, মো. কামরুল হাসান (৪২) মনকশাইর গ্রামের মৃত অফিজ উদ্দিন ভূইয়া ও মৃত ফাতেমা বেগমের ছেলে। তিনি মোহনগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাসে যাত্রী সেজে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে আরও ৫টি মামলা রয়েছে।

 

আপনার মতামত দিন