আর্জেন্টিনার ক্লাবে অনুশীলনে যাচ্ছেন বাংলাদেশের স্বাধীন

11
আর্জেন্টিনার ক্লাবে অনুশীলনে যাচ্ছেন বাংলাদেশের স্বাধীন

একেকটি দিন যেন একেকটি বছরের মতো মনে হচ্ছে তাঁর কাছে। পারলে এখনই উড়াল দিতেন। প্রশিক্ষণ নিতে আর্জেন্টিনায় যাওয়ার সুযোগ সামনে, তর সইবে কেন! কিন্তু ভিসা তো পেতে হবে। দিন দশেক আগে ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে দিল্লিতে। ভিসা হয়ে গেলেই উঠে বসবেন বিমানে। যাবেন স্বপ্নের দেশে।

হঠাৎই আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো সুযোগ এসে পড়েছে বাংলাদেশে বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলা উদীয়মান ফুটবলার মিনহাজুল করিমের। স্বাধীন ডাকনামেই যাঁকে চেনে সবাই। আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব অ্যাথলেটিকো ভিলা সান কার্লোস ক্লাব তাঁকে অনুশীলনে যোগ দিতে আমন্ত্রণপত্র পাঠিয়েছে। আপাতত এক মাস অনুশীলন। নজর কাড়তে পারলে ক্লাবটি রেখেও দিতে পারে স্বাধীনকে।

প্রথমে শুনে অবিশ্বাস্য লেগেছে স্বাধীনের। এখনো যেন ঘোরের মধ্যে আছেন। নিজেই বলছেন, ‘গত রোজার ঈদের ছুটিতে ঢাকার শেখ জামাল ক্লাব থেকে যশোরের বাড়ি আসছিলাম। রাস্তাতেই ফোন পাই শেখ জামালের আর্জেন্টাইন ট্রেনার আরিয়েল কোলম্যানের। উনি বলেন, “তোমাকে তো ওরা পছন্দ করেছে।” তখন আমি আম্মাকে জানাই, শুনে আম্মা কেঁদে দেন। আমিও কাঁদি। আব্বাও কান্না করেছেন। এটা আসলেই স্বপ্নের মতো। আমি আর্জেন্টিনাকে সমর্থন করি, মেসির খেলা দেখি। কখনো ওই দেশে যাওয়া হবে ভাবিনি।’

অন্য খবর  স্কুল কলেজের সাপ্তাহিক ছুটি ২ দিন হচ্ছে

কিন্তু সেটিই এখন বাস্তব হতে চলেছে। স্বাধীন তাকিয়ে আছেন দিল্লির দিকে, কবে ভিসা পাবেন। এই অপেক্ষাও নাকি তাঁর কাছে মধুর লাগছে, ‘অপেক্ষাটা যদি উপভোগ করা যায়, সেটা মধুর হয়। এই সময়ে নিজেকে মানসিক আর শারীরিকভাবে প্রস্তুত করার সুযোগ পাচ্ছি।’ একটা লক্ষ্যও ঠিক করে রেখেছেন, ‘একটা সুযোগ পেয়েছি আর্জেন্টিনায় যাওয়ার। ক্লাবে ট্রায়াল দিয়ে বাংলাদেশের মুখ রাখতে চাই, পরে যেন তারা আমার কথা বলে। কোনো ক্লাবে চুক্তি করে সেখানে খেলতে চাই।’

 

আপনার মতামত দিন