রাজশাহী থেকেআপডেট:
২১ জুন ২০২৩, ১১: ০৮
রাজশাহী সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের শাহ্ মখদুম কলেজ কেন্দ্র। আজ বুধবার সকাল আটটায় সিটি নির্বাচনে ভোট গ্রহণ শুরুর আগেই কেন্দ্রটিতে হাজির হন অনেক ভোটার। তৈরি হয় ভোটারদের দীর্ঘ সারি।
তবে ভোট শুরুর এক ঘণ্টা পর সারিতে থাকা ভোটারেরা বলেন, কেন্দ্রটিতে ভোট গ্রহণের গতি বেশ ধীর। এ কারণে অপেক্ষমাণ ভোটাররা ক্ষোভ প্রকাশ করেন।
কেন্দ্রটিতে ভোট গ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তারা বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হচ্ছে। ইভিএমের সঙ্গে সবাই পরিচিত নন। এ কারণে ভোটারদের ভোট দিতে সময় একটু বেশি লাগছে। ফলে ভোটারদের উপস্থিতির তুলনায় ভোট পরার হার কম।
শাহ্ মখদুম কলেজ কেন্দ্রে নারীদের জন্য ভোটকক্ষ রয়েছে ছয়টি। পুরুষদের জন্য ভোটকক্ষ পাঁচটি। সকাল ৭টা ৫০ মিনিটে কলেজটিতে গিয়ে দেখা যায়, ভোটকেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি, বিশেষ করে নারী ভোটারদের।
আজ সকাল আটটায় এই সিটিতে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।
সিটি নির্বাচনে ভোটকেন্দ্র ১৫৫টি। ভোটকেন্দ্রগুলোয় ১ হাজার ১৫৩টি ভোটকক্ষ। সব কটি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে।
রাজশাহী সিটি করপোরেশনের মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। ভোটারদের মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ১৬৭ জন। নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ৮০৯ জন। হিজড়া ভোটার ৬ জন।