কোরবানি উপলক্ষ্যে পশুর হাট

3

কোরবানির বাকি আর মাত্র কয়েকদিন। এরইমধ্যে উত্তরের জেলাগুলোয় জমে উঠেছে স্থায়ী পশুর হাটগুলো। ক্রেতারা রয়েছেন বাছাইয়ের পর্যায়েই, অনেকে এরই মধ্যে কিনে ফেলেছেন পছন্দের গরু। বেশিরভাগ হাটেই বেশি প্রাধান্য পাচ্ছে মাঝারি আকারের গরু। তবে ক্রেতাদের অভিযোগ, দেশি গরুর পর্যাপ্ত সরবরাহ থাকলেও চড়া দাম হাঁকছেন খামারিরা। শেষ মুহূর্তে বেচাবিক্রি বাড়বে এমনটাই আশা ব্যবসায়ীদের।

এক বিক্রেতা বলেন, আড়াই-তিন মণ ওজনের গরুর দাম ৯০-৯৫ হাজার টাকা আর ৫ মণ ওজনের গরুর দাম ১ লাখ ৭৪ হাজার বা ১ লাখ ৮০ হাজার টাকা। ক্রেতারা বলছেন, অন্য বছরের চেয়ে এ বছর গড়ে অন্তত ১০ হাজার টাকা বেশি বরা হচ্ছে দাম।

এদিকে, ফেনীতে এবছর আলোচনার শীর্ষে অনলাইন পশুর হাট। ঘরে বসেই ইন্টারনেটে গরুর আদ্যোপান্ত জানছেন ক্রেতা। পছন্দ হলে বুকিং বা নগদে কিনে নিচ্ছেন পছন্দের পশুটি। পশুর হাটকে কেন্দ্র করে প্রতিটি জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বাড়তি নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।

 

আপনার মতামত দিন