দোহারে উৎসব উদ্দীপনায় পহেলা বৈশাখকে বরণ

68

ঢাকার দোহার উপজেলায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩০ এর পহেলা বৈশাখ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ন’টায় দোহার উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মোবাশ্বের আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন। বিশ্ব বাঙ্গালীর মঙ্গল কামনায় এই মঙ্গল শোভা যাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা প্রাঙ্গন থেকে শুরু করে উপজেলার প্রধান-প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনেই গাছের ছায়ায় বক্তব্য রাখেন দোহার উপজেলার চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন। মঙ্গল শোভাযাত্রায় সার্বিক সহযোগিতা করেন দোহার উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পী ও কলাকৌশলীরা। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, দোহার পৌরসভার মেয়র আলমাছ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রজব আলী মোল্লা, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্য সুরুজ আলম সুরুজ,উপজেলার সকল কর্মকর্তা, কর্মচারী,জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এস এম খালেক, উপজেলা শিল্পকলা একাডেমীর সকল শিক্ষার্থী, কলাকৌশলীরা, পৌর কাউন্সিলারসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন