ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ১৪ জানুয়ারি

80

ঢাকা আন্তর্জাতিক ২১তম চলচ্চিত্র উৎসব ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে । উৎসব শেষ হবে ২২ জানুয়ারি।

রেইনবো চলচ্চিত্র সংসদ-এর উদ্যোগে ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ এই শ্লোগানকে সামনে রেখে এই চলচ্চিত্র অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এবারের উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা,ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেশন-এ বাংলাদেশসহ ৭১টি দেশের মোট ২৫২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

১৪ জানুয়ারি জাদুঘরের মূল মিলনায়তনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্তী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। উক্ত উৎসবের ভেন্যু হিসেবে থাকছে শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘরের মূল ও সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্টার সিনেপ্লেক্স।

উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘জেকে ১৯৭১’।

আপনার মতামত দিন