মরক্কোর কাছে হারায় বেলজিয়ামে দাঙ্গা

55

চলছে ২০২২ সালের কাতার বিশ্বকাপ । কাতারে বিশ্বকাপ ফুটবলের একটি ম্যাচে মরক্কোর কাছে বেলজিয়ামের পরাজয় হয় । এর পরই দেশটির রাজধানী ব্রাসেলসে দাঙ্গা হয়েছে।

জানা গেছে , গত রোববার দোহার আল থুমামা স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত খেলাটিতে বেলজিয়ামকে ০-২ গোলে হারায় মরক্কো। এর পরপরই বেলজিয়ামের উত্তেজিত ফুটবল ভক্তরা ব্রাসেলসের রাস্তায় নেমে সহিংসতা শুরু করে। তারা তাদের অনেকে গায়ে মরক্কোর পতাকা জড়িয়ে রাস্তায় নেমেছিল । পরে একটি গাড়ি ও বেশ কয়েকটি ইলেকট্রিক স্ক্রুটারে তারা আগুন ধরিয়ে দেয়।

এ সময় পুলিশ জলকামান ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা চেষ্টা করে। পরে ব্রাসেলসজুড়ে বেশ কয়েকটি এলাকায় ফুটবল ভক্তদের সাথে পুলিশের সংঘর্ষ হয় । ব্রাসেলস পুলিশের মুখপাত্র ইলাস ভ্যান ডা কির বলেন, ‘সন্ধ্যা প্রায় ৭টার দিকে (স্থানীয় সময়) পরিস্থিতি শান্ত হয়ে আসে। কিন্তু যেসব সেক্টরে উত্তেজনা ছড়িয়েছিল সেখানে পুলিশ টহল দিচ্ছে। ‘দাঙ্গাকারীরা পটকা, পাথর ও লাঠি ব্যবহার করে। তারা পাবলিক হাইওয়েতে আগুন ধরিয়ে দেয়। তাদের পটকাবাজিতে এতে করে একজন সাংবাদিকও আহত হন।’

আপনার মতামত দিন