দোহার থানার অটোরিক্সার মালিক ও চালকদের বাড়ির আবাসিক মিটারকে বাণিজ্যিক মিটারে পরিবর্তন করায় গত কাল দুপুর ১২.০০ টার দিকে দোহার জোনাল অফিসের সামনে অটোরিক্সার মালিক ও চালকরা রাস্তা অবরোধ করে রাখে। এসময় ব্যারিস্টার নাজমুল হুদার গাড়িবহর সেখান দিয়ে যাওয়ার সময় তাঁর কাছে এ বিষয়টি জানানো হয় এসময় তিনি তাদের আশ্বাস দেন।
এবিষয়ে দোহার জোনাল অফিসার মহম্মদ আব্দুল লতিফ নিউজ৩৯কে জানান, কোন দাবিদাওয়া নিয়ে এখন পর্যন্ত কেউ আসেনি। সরকার গত ১১/৮/১৩ তারিখে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, যারা অটো রিক্সা চালায় তাদের বাড়ির মিটার বাণিজ্যিক মিটারে পরিবর্তন করতে হবে।
পরে অবরোধকারীরা দোহার নির্বাহী অফিসার শামিম হক পাভেলের নিকট একটি আবেদন পত্র জমা দেয়। এ সময় নির্বাহী অফিসার তাদেরকে আন্দোলন না করে সরকারের কাছে মিটারের জন্য আবেদন করতে বলেন। তিনি বাংলাদেশের আন্দোলনের প্রেক্ষাপটে বলেন, আন্দোলনের ফলে আন্দোলন কারি ও প্রশাসনের উভয়েরই ক্ষতি হয় । তাই আন্দোলন না করে শান্তিপূর্ণ ভাবে কাজ করার পরামর্শ দেন।
দোহার থানার এসআই শিব শংকর তাদের পরামর্শ দেন যে, তাঁরা সরকারের কাছে কিছু মিটারের জন্য পরামর্শ দেন । এসময় গাড়ি চালকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।