সুতারপাড়া ইউপি চেয়ারম্যান পদে মনোনয়নপত্র কিনলেন চঞ্চল মোল্লা

238
সুতারপাড়া

ঢাকা দোহার উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র বিক্রি শুরু হয়েছে। এবং এই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর। এই নির্বাচনকে সামনে রেখে সুতারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন চঞ্চল মোল্লা। বুধবার দুপুরের দোহার উপজেলার নির্বাচনী অফিসার রেজাউল করিমের কাছ থেকে তিনি এই মনোনয়ন পত্র গ্রহণ করেন।

মনোনয়ন পত্র গ্রহণের সময় চঞ্চল মোল্লা বলেন, আমি জনগণের হয়ে কাজ করতে চাই, আমি জনগণের পাশে থাকতে চাই। আমি জনগণের সেবার জন্য আজকে ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র গ্রহণ করলাম। আমি আশা করি জনগন আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
সে সময় তার সাথে এলাকার মুরব্বিগন উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন