দোহারে পৌর প্রশাসক নিয়োগ

447

ঢাকা দোহার উপজেলায় এই প্রথম দোহার পৌরসভা পৌর প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে আজাদ হোসেন খান। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে ঢাকা জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম এই দোহার পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দেন। আগামী পৌর নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি দোহার পৌরসভার দায়িত্ব পালন করবে। তিনি এর আগে জয়পাড়া পূর্ব বাজারের সভাপতি দায়িত্ব পালন করেছেন। তার এই নিয়োগে পৌরবাসী চাচ্ছেন সুস্থ অবাধ নির্বাচন এবং তিনি যতদিন থাকবে পৌর বাসীর উন্নয়নে কাজ করবেন এই কামনা করছেন তারা।

এবিষয়ে দোহার পৌরসভার ইন্জিনিয়ার মশিউর রহমান বলেন, গতকালকে পৌর প্রায় নিয়োগ দেওয়া হয়েছে। আর সরকার সরকারি কর্মকর্তা বা যে কেউকে পৌর প্রশাসক হিসেবে নিয়োগ দিতে পারে আইন আছে।

এবিষয়ে দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম বলেন, গতকালকে পৌর প্রসাশক নিয়োগ দেওয়া হয়েছে। যত দিন পর্যন্ত নির্বাচন না হবে ততোদিনে জন্য সে এই পৌরসভার দায়িত্ব পালন করবে। তিনি তো সরকারি কোন লোক নয় কেন তাকে নিয়োগ দেওয়া হল সে বিষয় জনতে চাইলে তিনি বলেন এটা জেলা প্রসাশক দিতে পারে সে জন্য তাকে পৌর প্রসাশক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আপনার মতামত দিন