ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের খানেপুর গ্রামের হাজী আব্দুল বারেক ভূইয়ার ছেলে ব্যবসায়ী মো. কিরনের( ২৮) ওপরে হামলা করেছে দুবৃত্তরা। এসময় কিরনের কাছে থাকা নগদ অর্থ, মোবাইল ফোন, ল্যাপটপ ছিনিয়ে নিয়ে গেছে। মঙ্গলবার রাতে উপজেলার খানেপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্বজনেরা দ্রুত আহত কিরনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করিয়েছেন।
হামলার ঘটনায় খানেপুর বাজার ব্যবসায়ি ও এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।এ ঘটনার নবাবগঞ্জ থানা পুলিশকে অভহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ বলেন, আমরা তদন্ত করে অপরাধীদের খোঁজে বের করব।
আহত ব্যবসায়ীর স্বজনরা বলেন, প্রতিদিন বাজার থেকে রাত ৮টা সারে ৮টার মধ্যে বাড়িতে আসে। হঠাৎ বাড়ির উঠানে চিৎকারের শব্দ পেয়ে দরজা খুলে দেখি তার শরীর রক্তক্ত। এরপর দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করি।
আহত ব্যবসায়ি কিরন আমার মামাতো ভাই। ছেলেটা খুবই ভদ্র ও নম্র। গ্রামেও এখন শহরের মতো দুবৃত্তপনা চলছে। মামাতো প্রবাসে বেশ কয়েক বছর পর চাকরি করার পর দেশেই কিছু চেষ্টা করেন। এলাকার বাজারে ফ্লাক্সিলোড, বিকাশ ও মুদি ব্যবসা শুরু করেন।
এলাকার ব্যবসায়িদের দাবি, এভাবে একজন প্রবাসী ব্যবসায়ির ওপর হামলা কোনো ভাবেই মানা যায় না। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। পুলিশের কাছে আহ্বান দ্রুত এ ঘটনার হোতাদের খুঁজে বের করুন। ব্যবসায়ীদের মনোবল বাড়ান। আমরা বিশ্বাস করি পুলিশ এ ঘটনা উদঘাটন করতে সক্ষম হবেন। পুলিশের সেই ক্ষমতা আছে।