দোহারে তুচ্ছ ঘটনায় একজন আহত

366

ঢাকার দোহার উপজেলার দোহার পৌরসভার কেন্দ্রস্থল উত্তর জয়পাড়া চৌধুরীপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উক্ত ঘটনায় আহত ব্যাক্তি দোহার পৌরসভা সৈনিকলীগের সভাপতি আমির হোসেনের (৩৫) বলে জানা যায়। তার পিতার নাম মোঃ সুমন শিকদার। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে চৌধুরীপাড়া মধু প্রভাতী কিন্ডারগার্টেন স্কুলের সামনে।

হামলার বিষয়ে আহত আমির হোসেন(৩৫) বলেন, “আমি মধু প্রভাতী কিন্ডারগার্টেন স্কুলের সামনে দাঁড়িয়ে আমার বন্ধুর সাথে কথা বলতে ছিলাম। তখন পিছন থেকে এসে আমার মাথায় হাতুর দিয়ে বাড়িদেয় ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের সদস্য মনি। লিংকন সহ আরও ২/৩ জন আমাকে বাশ দিয়ে মারে। পরে স্থানীয় লোকজন আমাকে হাসপাতালে নিয়ে যায়।”

আমির হোসেন আরও অভিযোগ করে বলেন, ওরা এর আগেও আমাকে রানদা দিয়ে কোপ দিয়েছে। কিন্তু আমি দেখে ফেলায়, পরে ওরা পালিয়ে যায়।

এই ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। দোহার থানার এসআই মাসুম বলেন, থানায় মনিসহ পাঁচজনের নামে অভিযোগ করা হয়েছে। আইন অনুযায়ী যে কাজ করা দরকার আমরা সে কাজ করবো।

আপনার মতামত দিন