১৫ই অগাস্ট বঙ্গবন্ধুর ২ কণ্যা বিদেশে থাকাটা ছিলো আল্লাহর বিশেষ রহমত – সালমান এফ রহমান

    32

    news39.net, special report: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপনে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের (সিইউবি) উদ্যোগে তিন দিনের বিশেষ চিত্র প্রদর্শনী বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘১৫ আগস্টের কালরাতে বঙ্গবন্ধুর দুই কন্যা ঢাকায় ছিলেন না। সেদিন রাতে যদি ওনারা থাকতেন, তাহলে তাদেরও হত্যা করা হতো। ‘তারা যে সেদিন দেশের বাইরে ছিলেন, আমরা আজ বুঝতে পারি সেটা আসলে আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ রহমত।’

    ‘বাংলাদেশ: উন্নয়নের ১ যুগ’ শিরোনামের এ প্রদর্শনী শুরু হয় রোববার। সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগের উন্নয়ন কর্মকাণ্ড, বৈশ্বিক অঙ্গনে নেয়া বিভিন্ন পদক্ষেপ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার আলোকচিত্র নিয়ে সাজানো হয় প্রদর্শনী। শেখ হাসিনার জীবনের বিভিন্ন মুহূর্তের দুর্লভ ছবিও ছিল আয়োজনে।

    সালমান এফ রহমান বলেন, ‘ছবি থেকেই কিন্তু আমরা ইতিহাস বুঝতে পারি। আমি অনুরোধ করব এই প্রদর্শনীকে এখানে সীমাবদ্ধ না রেখে এটাকে ট্রাভেলিং এক্সিবিশন হিসেবে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে। যেন সাধারণ মানুষের জন্য ওপেন করে দেয়া যায়। এখানে খুবই লিমিটেড মানুষের জন্য ছিল, কিন্তু এটা সবার জন্য করা উচিত। এখানে আমাদের অনেক কিছু শেখার আছে, জানার আছে।’

    অন্য খবর  নবাবগঞ্জে রেডজোন হিসাবে চিহ্নিত ৫ টি অঞ্চল

    স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর সংগ্রাম, আগরতলা ষড়যন্ত্র মামলার কথা স্মরণ করেন সালমান এফ রহমান। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনার বিষয়ে স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘স্বাধীনতার আগে ওনার যখন বিয়ে হয়ে গেল, আমরা সবাই ধরে নিয়েছি উনি (শেখ হাসিনা) নরমাল হাউসওয়াইফের লাইফ লিড করবেন। বিয়ে হয়ে গেছে, একাত্তরে জয়ের জন্ম হয়ে গেছে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন, তার সঙ্গে শেখ কামাল ছিলেন, জামাল ছিলেন। বঙ্গবন্ধুর উত্তরাধিকার হবেন কামাল, জামাল। আমরা কোনো দিনও ভাবিনি আমাদের এখনকার মাননীয় প্রধানমন্ত্রীকে দায়িত্বটা নিতে হবে।’

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত।

    আপনার মতামত দিন