দোহার উপজেলার জয়পাড়া বাজার থেকে বিপুল পরিমাণ চায়না জাল জব্দ করা হয়েছে। জয়পাড়া বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে দোহার উপজেলায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই হাজার তিনশত মিটার জাল জব্দ করা হয় এবং জাল বিক্রিতাদের সর্তক করা হয়।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জয়পাড়া বাজারের কয়েকটি দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বি।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জাল বিক্রির দায়ে এক ব্যবসায়ীদেরকে সর্তক করা হয়েছে। পরে জব্দ করা জালগুলো দোহার উপজেলায় রাখা হয়েছে আগামীকাল এগুলো ধ্বংস লরা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সে সময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা মৎস্য কর্মকতা মোছাঃ লুৎফুন্নাহার এবং ভ্রাম্যমান আদালতের সহযোগিতা করেন দোহার থানা পুলিশ।